চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত আড়াই হাজার জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগ এনে পুলিশ ও বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়ক ফারুক আহমেদ বাদি হয়ে মামলা দুটি করেছে।
রোববার (১৮ এপ্রিল) বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবীর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।