গুগল আর্থে এসেছে নতুন আপডেট। জলবায়ু পরিবর্তন, নগরায়ন ও বন উজার কীভাবে গত চার দশকে বিশ্বকে বদলে দিয়েছে তা নতুন যোগ হওয়া টাইমল্যাপস ফিচারের মাধ্যমে দেখতে পারবেন ব্যবহারকারীরা।
টাইমল্যাপস তৈরিতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম উপগ্রহের ধারণকৃত দুই কোটি ৪০ লাখ ছবি, আটশ’ সংরক্ষিত ভিডিও এবং পারস্পারিকভাবে সক্রিয় নির্দেশিকা। ফিচারটির সাহায্যে বিশ্বের যে কোনো অঞ্চলের টাইমল্যাপস দেখতে পারেন ব্যবহারকারীরা।
গোটা প্রকল্পে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, মার্কিন জিওলজিক্যাল সার্ভে’র ল্যান্ডসেট কর্মসূচী এবং ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস কর্মসূচীর তথ্য ব্যবহার করা হয়েছে।