অনেক আগেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে ঝুঁকেছে অনলাইন নিউজ পোর্টালগুলো। বিশেষ করে প্রত্যেকটি পোর্টালেরই ফেসবুক পেজ রয়েছে। আর এ পেজগুলোর মাধ্যমেই অনেক সময় ভুয়া নিউজ ছড়িয়ে পড়ছে। অনেক সময়ে জনপ্রিয় কোনো সংবাদমাধ্যমের নকল পেইজ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলে।
আবার অফিসিয়াল পেজ থেকেও যে খবর পরিবেশন করা হয়, তা সঠিক কি না বুঝে ওঠা যায় না। সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক জানিয়েছে, এসব বিভ্রান্তি দূর করতে নতুন ফিচার আনার চেষ্টা চালাচ্ছে তারা। এরই মধ্যে একটি ছবিসহ টুইটারে পোস্ট করে বিশদে বোঝানোর চেষ্টা করেছে ফেসবুক নিউজ রুম। জানা গেছে, এই বিশেষ ফিচারের অধীনে ফেসবুক পেজগুলোয় এবার থেকে তিন ধরনের লেবেল বসবে।