বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হেফাজতে ইসলাম বা তার কোনো কর্মসূচির সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও হেফাজত-সংশ্লিষ্ট মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম জড়িয়ে তাঁদের গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে। করোনার লকডাউনের সুযোগে সরকার যেন ক্র্যাকডাউন চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, করোনা মহামারির দ্বিতীয় আক্রমণে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এই দুর্যোগের কাছে অর্থ, অস্ত্র, ক্ষমতা মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রতিদিন মৃত্যুপরোয়ানা নিয়ে মানুষের দুয়ারে হাজির হচ্ছে প্রাণঘাতী করোনা। এই ভয়াবহ পরিস্থিতিতে করোনাকে যদি এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে।