ছয় পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু কয়েক দিনেও কার্যকর হয়নি সেই দাম। রাজধানীর পাইকারি এবং খুচরা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে রোজায় প্রয়োজনীয় এসব পণ্য। শুধু ভোজ্যতেল ছাড়া প্রতিটি পণ্যে কেজি প্রতি কমপক্ষে ১০ টাকা বেশি নেয়া হচ্ছে।