You have reached your daily news limit

Please log in to continue


নমোর নেতৃত্বে বৈঠকেই CBSE-সিদ্ধান্ত! বাতিল দশমের পরীক্ষা, দ্বাদশ স্থগিত

অবশেষে বাতিল হল CBSE-র বোর্ড পরীক্ষা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে দশম শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে বাতিল হচ্ছে না দ্বাদশ শ্রেণির পরীক্ষা। ওই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। ১ জুন করোনা পরিস্থিতি পর্যালোচনা করে দ্বাদশ শ্রেণির পরীক্ষার নির্ঘণ্ট জানাবে CBSE। অন্যদিকে, দশমের ফলাফল বিবেচনা নিয়ে শর্ত বাছাইয়ে বৈঠকের কথাও জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Ministry of Education)।

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। পরিস্থিতি এমনই যে একাধিক রাজ্যে নাইট কার্ফু জারি করতে হয়েছে। গতবছরের পর ফের একবার লকডাউনের আশঙ্কায় ভুগছে গোটা দেশই। এমন পরিস্থিতিতে CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বিতর্ক দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন