সরকারের কমন শত্রুরাই ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা ঘটিয়েছে- তাজুল ইসলাম

মানবজমিন প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বর্তমান সরকারের কমন শত্রুদের কাজ। এরসঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হরতাল ও বিক্ষোভে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সরকারি- বেসরকারি বিভিন্ন স্থাপনা এবং দলের নেতাদের বাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত পৌর ভবন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাসভবন ও অফিস, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের বাসা, শিল্পকলা একাডেমি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব পরিদর্শন করেন। তিনি হামলায় আহত প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ অন্যান্য সাংবাদিকদের খোঁজ-খবর নেন এবং প্রেস ক্লাবে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় সঙ্গে ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র এএসপি মো. আলাউদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা তানজিল আহমেদ, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us