করোনা সংক্রমণ রোধে পবিত্র রমজান উপলক্ষে মক্কা ও মদিনায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে সৌদি কর্তৃপক্ষ। রমজান মাসে একজন ব্যক্তি কেবল এক বার ওমরাহ পালন করতে পারবেন বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, রমজান মাসে মসজিদুল হারামে অনুমোদন সাপেক্ষে মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন। এক্ষেত্রে একসঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের অনুমোদন দেওয়া হবে।