গৃহহীনদের প্রকল্পে অনিয়ম: অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নিন

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১, ১১:০০

গৃহহীনদের জন্য সরকারি বরাদ্দের বাড়ি নির্মাণের ক্ষেত্রে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল যুগান্তরে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে টিআর-কাবিটা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহরে গৃহহীনদের জন্য ২০১৯-২০ অর্থবছরে ২৫টি বাড়ি এবং ‘জমি আছে, ঘর নেই, নিজ জমিতে গৃহনির্মাণ’ কর্মসূচির আওতায় আশ্রয়ণ-২ প্রকল্পে শল্লায় ১১টি বাড়ি নির্মাণ করে স্থানীয় উপজেলা প্রশাসন।



প্রকল্পে সরেজমিন গিয়ে দেখা গেছে, গৃহহীনদের জন্য বরাদ্দের সরকারি বাড়ি পেয়েছেন বিত্তশালী ও সচ্ছল ব্যক্তিরা। এসব বাড়িতে গৃহহীনরা থাকেন ঠিকই; তবে ভাড়াটিয়া হিসাবে। এ ক্ষেত্রে অভিযোগ উঠেছে ভূমি বাণিজ্যের। কম মূল্যের এসব ধানী জমি প্লট হিসাবে উচ্চমূল্যে বিক্রি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে, বাস্তবে যেগুলোর কোনো অস্তিত্বই নেই। বিষয়টি উদ্বেগজনক। এর ফলে গৃহহীনদের মাথাগোঁজার ঠাঁই করে দেওয়ার সরকারের উদ্দেশ্য ভেস্তে যেতে পারে। সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এর দায় এড়াতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us