নানান খাবারেই আমরা চিনি ব্যবহার করি। এছাড়া কিছুদিন পরই শুরু হচ্ছে রমজান মাস। এসময় ইফতারে সবাই শরবত খেয়ে থাকেন। তাইতো অনেকেই বেশি পরিমাণে চিনি কিনে সংরক্ষণ করে রাখছেন। তবে সমস্যা হচ্ছে বিরক্তিকর পিঁপড়া! পিঁপড়ার অত্যাচরে বাড়িতে চিনি রাখা দায়। যদিও অনেকেই নানাভাবে চিনি থেকে পিঁপড়াকে আলাদা রাখতে চায়, কিন্তু এক্ষেত্রে ব্যর্থই হতে হয়।
তবে এমন বেশ কয়েকটি উপায় আছে, যেগুলো কাজে লাগালে চিনির পাত্র ঘরের যেখানেই রাখুন, কোনো মতেই পিঁপড়া ধরবে না। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়গুলো সম্পর্কে-
>> মাঝারি মাপের দুই-একটা দারচিনির টুকরো চিনির পাত্রে রেখে দিন। দারচিনির গন্ধে চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না পিঁপড়ার দল।
>> চিনির পাত্রে একটি বা দুটি লবঙ্গ রেখে দিন। ৪ থেকে ৫ দিন পর পর সেটি বদলে ফেলুন। লবঙ্গের গন্ধে পিঁপড়া চিনির পাত্রের ধারে-কাছেও আসবে না।