রাউজানে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

মানবজমিন প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১, ০০:০০

চট্টগ্রামের রাউজানের হলদিয়া ইউনিয়নে নিম্নমানের ইট দিয়ে সড়কের কাজ করার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও উপজেলা প্রকৌশলী আবুল কালাম সড়কটি পরিদর্শন করেন। পরিদর্শন কালে দুই কর্মকর্তা স্থানীয়দের অভিযোগের সত্যতা পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। জানা যায়, ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে হলদিয়া ইউনিয়নের শহীদ জাফর সড়ক ভায়া বৃন্দাবন সড়কের ব্রিক সলিং-এর কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পূর্বালী ট্রেডার্স। হলদিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার এই সড়ক উন্নয়ন-কাজে ১ নম্বর ইট ব্যবহারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, সড়কের ব্রিক সলিং-এর কাজে নিম্নমানের ইট ব্যবহার করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উপজেলা প্রকৌশলী আবুল কালাম এবং হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে নিয়ে সড়কটি পরিদর্শন করি। ব্যবহার করা নিম্নমানের ইট তুলে নিয়ে ১নং ইট দিয়ে সড়কের ব্রিক সলিং করার জন্য ঠিকাদার রুনু ভট্টাচার্যকে সঙ্গে সঙ্গে নির্দেশ প্রদান করেছি। রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, সড়কের ব্রিকসলিং কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। নিম্নমানের ইটতুলে নিয়ে ১নং ইট দিয়ে কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পরিচালনাকারী রুনু ভট্টাচার্যকে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us