দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ শনিবার (১০ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন,নারী ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ৯৪৩ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
প্রথম দিনে টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার জন
করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর প্রথম দিনে টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। দেশে মহামারীর আরও বিস্তারের মধ্যে বৃহস্পতিবার একই সঙ্গে ১৪ হাজার ৮০৪ জনকে প্রথম ডোজ দেওয়া হয়।স্বাস্থ্য অধিদপ্তরের গত বৃহস্পতিবার পর্যন্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার প্রথম ডোজ নিয়েছেন।
কোভিড-১৯: দেশে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু
সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার একযোগে সারাদেশে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়। পাশাপাশি নিবন্ধিতদের প্রথম ডোজের টিকাও দেওয়া হবে বলে জানানো হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান শুরুর পর এই পর্যন্ত ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। তাদেরই এখন দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হল।