ডি-৮ শীর্ষ সম্মেলন

কালের কণ্ঠ সম্পাদকীয় প্রকাশিত: ১০ এপ্রিল ২০২১, ১১:০৯

উন্নয়নশীল আটটি দেশের জোট ডি-৮-এর দশম শীর্ষ সম্মেলনে নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। সেই লক্ষ্য পূরণে পণ্য পরিবহন ও যোগাযোগ বৃদ্ধির সম্ভাব্যতা যাচাইয়ে সম্মত হয়েছে সদস্য দেশগুলো। বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে ‘ঢাকা ঘোষণা-২০২১’ এবং ডি-৮ দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে আগামী ১০ বছরের রূপরেখা গৃহীত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে ডি-৮-এর সভাপতিত্ব গ্রহণ করেছেন।


আধুনিক বিশ্বে এগিয়ে যাওয়ার জন্য জোটবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত জরুরি। উন্নত দেশগুলোও নানাভাবে জোটবদ্ধ। সেসব জোটের কৌশলগত অবস্থান মেনে নিয়েই উন্নয়নশীল দেশগুলোকে এগোতে হয়। এ ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর বর্তমান জোট ডি-৮-এর সামনে রয়েছে বিপুল সম্ভাবনা। আটটি দেশের এই জোট পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নয়নকে আরো গতিশীল করতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us