গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাটা ২,৭৮৩। মৃত্যু হয়েছে ৭ জনের। করোনার দ্বিতীয় এই ঢেউয়ের মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যে চলছে নির্বাচনী তৎপরতা, তার মাঝে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই হাসপাতাল-স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে সরকারি দপ্তরে হাজিরা-সহ বিভিন্ন ক্ষেত্রে আগের মতোই ফের কড়াকড়ি করতে চলেছে রাজ্য।
সূত্রের খবর, গত বছর করোনার প্রথম ঢেউয়ের চূড়ান্ত পর্যায়ে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো যে ভূমিকা নিয়েছিল, সেই দিশাই দিতে চাইছে স্বাস্থ্য দপ্তর। একই ভাবে, সুরক্ষাবিধির স্বার্থে রাজ্য সরকারি কর্মীদের করোনা কালে যে ভাবে ৫০ শতাংশ হাজিরার হার নির্ধারিত হয়েছিল, আবার সেই পথেই হাঁটবে নবান্ন।