You have reached your daily news limit

Please log in to continue


Coronavirus New Symptoms: শ্রবণ ক্ষমতার উপরও থাবা বসাচ্ছে COVID-এর নতুন স্ট্রেন, বলছেন বিশেষজ্ঞরা

জ্বর-সর্দি-কাশি খাবারের স্বাদ না পাওয়া বা গন্ধ না পাওয়ার লক্ষণ তো এখন সকলেই জেনে গেছেন, তবে বিজ্ঞানীরা আবার মারণ করোনার নতুন লক্ষণ খুঁজে পেলেন, থাকুন সাবধান, হোন সতর্ক৷ নতুন গবেষণার উপর ভিত্তি করে করোনভাইরাসটির কয়েকটি নতুন লক্ষণ প্রকাশিত হয়েছে, যা পেট, চোখ এবং কানে প্রভাব ফেলছে।

আমাদের দেশ করোনাভাইরাসের সঙ্গে লড়াই চলছে এক বছরেরও বেশি সময় ধরে। সম্প্রতি কেবল ভাইরাস পরিবর্তিত হচ্ছে না, আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলির মধ্যেও পার্থক্য দেখা যাচ্ছে। যা আগে দেখা যায়নি। COVID19 এর সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, ক্লান্তি, স্বাদ এবং গন্ধ হ্রাস ইত্যাদি নতুন গবেষণার উপর ভিত্তি করে দেখা গিয়েছে, নতুন লক্ষণগুলি পেট, চোখ এবং কানে প্রভাব ফেলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন