মঙ্গলবারের প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়েছে। ক্যাপশনে আছে, লকডাউনের প্রথম দিনে জরুরি কাজ ছাড়া সড়কে বের হওয়া মানুষকে জরিমানা করছে রাজধানীর শাহবাগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গাড়ি থামিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করছেন দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেট।
লকডাউনসংক্রান্ত যে নির্দেশাবলি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ সে সম্পর্কে জেনেছে রেডিও, পত্রিকা, টেলিভিশন ইত্যাদি গণমাধ্যম থেকে। তাতে এ বিষয়ে নির্দেশনা বেশ স্পষ্ট। সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ রকম কোনো বাধানিষেধ নেই। আমার এই বোঝার মধ্যে কোনো ভুল আছে কি না, কয়েকজনকে আমি তা জিজ্ঞেস করেছি। প্রত্যেকেই বলেছেন নির্দেশনার বক্তব্য তাই।