প্রায় ৫৩ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁসের ঘটনা এখন তথ্য প্রযুক্তি দুনিয়ায় টক অব দ্য টাউন। তার থেকেও ভয়ংকর তথ্য হলো ফাঁস হওয়া এসব তথ্য হ্যাকিং সাইটে প্রায় বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আর এ কারণেই সুযোগ সন্ধানী হ্যাকাররা এক যোগে ঝাঁপিয়ে পরেছে এসব তথ্য বিনামূল্যে হস্তগত করার জন্য।
ফেসবুকের যেসব ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে তাদের মধ্যে বাংলাদেশি রয়েছে ৩৮ লাখ। এখন এ খবর জানার পর অনেকের মনেই প্রশ্ন জাগছে গোপনীয় তথ্য ফাঁস হওয়া ভুক্তভোগীদের মধ্যে আমার নাম নেই তো? ফাঁস হওয়া ব্যক্তিদের তালিকায় আপনি আছেন কি নেই সেটাও কিন্তু জানা সম্ভব। সেই সুযোগ করে দিয়েছে ‘হ্যাভআইবিনপনড (haveibeenpwned)’ নামের একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটির ইউআরএল হলো- https://haveibeenpwned.com/।