মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত লোকজনকে অভিনব উপায়ে স্মরণ করলেন বিক্ষোভকারীরা। দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে রাস্তা, ফুটপাত, বাসস্ট্যান্ডসহ সর্বত্র লাল রং ছিটিয়ে দিয়েছেন তাঁরা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইয়াঙ্গুনে ব্যাপক ধরপাকড় এড়াতে স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। শহরের রাস্তা, ফুটপাত ও বাসস্ট্যান্ডে লাল রং ছিটিয়ে দেন তাঁরা। বিক্ষোভকারীরা বলেন, ‘রক্তের দাগ এখনো শুকায়নি।’