স্মৃতিকথা নয়, নদী হয়ে উঠুক জীবনের পথ ও পাথেয়

দেশ রূপান্তর পাভেল পার্থ প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ১২:৩০

মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী জনতার সাহসী উচ্চারণ ছিল ‘পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা’। কিন্তু আমরা কী আমাদের নদীর ঠিকানা অবিরল ছলছল রাখতে পেরেছি? যে নদীময়তা মুক্তিসংগ্রামের পটভূমি তৈরি করল আমরা কি সেই নদী-ভূগোল বিকশিত করতে পেরেছি স্বাধীনতার পঞ্চাশ বছরে? আমাদের নদীবিমুখ উন্নয়ন নদীর সেই ঠিকানা নিরুদ্দেশ করে দিয়েছে, বিস্মৃত করেছে, জোর করে মুছে দিয়েছে। প্রতিদিন দেশের নানাপ্রান্ত থেকে নদীমৃত্যুর খবর আসে। নিহত নদীর লাশের ভারে গণমাধ্যম করুণ হয়ে ওঠে। এমনকি রুগ্ণ আহত ক্ষতবিক্ষত জখম নিয়ে কত নদীর আহাজারি। রাষ্ট্র নির্বিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us