You have reached your daily news limit

Please log in to continue


আইসল্যান্ডের সুপ্ত আগ্নেয়গিরিতে ৮০০ বছর পরে প্রাণের সঞ্চার

দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আইসল্যান্ডের ৮০০ বছর ধরে সুপ্ত থাকা, আগ্নেয়গিরিতে যেন প্রাণ ফিরে আসে ২০শে মার্চ তারিখে, যখন ঐ অঞ্চলে গত ৩ সপ্তাহ ধরে কয়েক হাজার ভূ-কম্পন রেকর্ড করা হয়I

সোমবার আগ্নেয়গিরির নুতন একটি জ্বালামুখ দিয়ে লাভা ও গরম বাষ্প বেরোতে থাকলে, দর্শনার্থীরা ভিড় জমাতে থাকেন ; তবে কর্তৃপক্ষ শত শত দর্শনার্থীদের উদ্ধার করতে বাধ্য হনI তবে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, এতে আসন্ন কোনো বিপদের ঝুঁকি নেইI

নুতন জ্বালামুখের নিঃসরণ দেখতে ইতিমধ্যেই, ৩০,০০০ দর্শনার্থী ঐ এলাকা সফর করেছেনI

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন