দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ১১ সপ্তাহ দুই দিনে ভিন্ন ভিন্ন বিষয়ে মোট সাত হাজার ৪১৬টি রিট করা হয়েছে। এর মধ্যে কোনোটি ব্যক্তিস্বার্থে হলেও কোনো কোনোটিকে ‘জনস্বার্থে’র রিট বলা হয়েছে। এসব রিটের মধ্যে কয়টি নিষ্পত্তি করা হয়েছে তার হিসাব সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট দফতর থেকে পাওয়া যায়নি। তবে রিট করার পেছনে অনেক সময় প্রচার-পরিচিতি পাওয়ার বিষয় জড়িয়ে থাকে বলে মনে করেন আইনজীবীরা।
তারা রিটের বিষয়, কারণ, বাদী এবং রিটের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলে বলছেন, ব্যক্তির মৌলিক স্বার্থরক্ষা এবং জনস্বার্থের কথা বলে যেন-তেন বিষয়ে হাইকোর্টে রিট করার কারণে আইনি এ উপায়ের গুরুত্ব ক্রমেই প্রশ্নের মুখে পড়ছে। প্রশ্ন উঠছে রিটকারীদের বিষয়েও।