কুমিল্লা সদর উপজেলার পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ চারজন।
রোববার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, কুমিল্লা শহরতলী ডুমুরিয়া চাঁনপুর এলাকার ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০), মকবুল হোসেনের ছেলে মতিন মিয়া (৬৫) ও ফোরন মিয়ার ছেলে আবদুল কাদের (৭০)।