বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ প্রগাঢ় মানবতাবোধসম্পন্ন আলোকিত মানুষ ছিলেন। তাঁর জন্ম ১৯১১ সালের ১১ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সৈয়দ পরিবারে। তাঁর মা আফজালুন নেছা শেরেবাংলা এ কে ফজলুল হকের ভগ্নি। বাবা সৈয়দ আবদুস সালিক একসময় বগুড়া ও দিনাজপুরের জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন।
বিচারপতি মোরশেদ যুদ্ধোত্তর ব্রিটিশ ভারতে মানবতার সেবায় ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’ সংস্থাটির মাধ্যমে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। দেশভাগের আগে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার সময়ও দাঙ্গা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।