প্রায় দেড় মাসের সফরে দুই ফরম্যাটে টানা ছয় ম্যাচ হেরে শূন্য হাতে নিউজিল্যান্ড থেকে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামীকাল সকালে ঢাকায় পৌঁছাবেন মাহমুদউল্লাহ-লিটনরা। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ১১টায় দেশে পৌঁছাবে বাংলাদেশ। মধ্যে যাত্রাবিরতি হবে দুবাইয়ে।
অনেক প্রত্যাশা থাকলেও এবার নিউজিল্যান্ডে কোনো জয় পায়নি বাংলাদেশ দল। ওয়ানডে, টি-২০তে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারীরা। যদিও নিউজিল্যান্ডে এমন হতাশার সফরটা দ্রুতই ভুলে যেতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। কারণ দুয়ারে দাঁড়িয়ে এখন আরেকটি সফর। সূচি অনুযায়ী আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা সফরের জন্য দেশ ছাড়বে বাংলাদেশের টেস্ট দল। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে দুটি টেস্ট খেলবে মুমিনুল বাহিনী।