দুপুরের রোদ পড়ে আসতেই মেলা জমে উঠতে শুরু করেছিল। ছুটির দিনে বিকালে যখন মানুষের আনাগোনা বেড়েছে ঠিক তখনই মেলা বন্ধ হওয়ার ঘোষণা এলো বাংলা একাডেমির মাইকে। স্টল গুছিয়ে প্রকাশকরা, মেলায় আসা পাঠকরা ধরলেন বাড়ির পথ। মেলার নতুন সময়সূচি প্রকাশকের জন্য তো বটেই, পাঠকের জন্যও সুবিধাজনক হয়নি। প্রকাশকরা বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়েছেন। আর পাঠকরা বই কেনা থেকে বঞ্চিত হচ্ছেন।
কাগজে-কলমে মেলা যতই সাড়ে তিন ঘণ্টা খোলা থাকুক না কেন রোদ পড়ে না এলে কেউ মেলায় আসেন না। তাই মেলার সময় যদি কমাতেই হয় তাহলে দিনের বেলা কমিয়ে তা বিকাল থেকে রাত পর্যন্ত চার ঘণ্টা খোলা রাখলে সবার জন্যই তা মঙ্গলের হবে। কিন্তু এ কথা কে কাকে বোঝাবে!