১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে শোভাযাত্রা করেছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর আগে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, একটু সচেতনতা, একটু মনোযোগ অটিস্টিক শিশুদের দিতে পারে স্বাভাবিক মানুষের মতো জীবন। প্রতিটি স্বাভাবিক শিশু যেভাবে জীবন যাপন করছে, তাদের সমাজ যে চোখে দেখছে, অটিস্টিক শিশুদেরও যদি আরেকটু বেশি মনোযোগ দেওয়া হয়, তাহলে এ শিশুরাই স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। এ জন্য সমাজের প্রত্যেক মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।