বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠা রাজনীতি বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটকেই পালটে দিতে বসেছে।
দ্বিদলীয় ব্যবস্থার রাজনীতির বাইরে তৃতীয় এক শক্তির বিশেষত সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। এখানে ‘আশঙ্কা’ শব্দটা ব্যবহার করছি সচেতনভাবেই, কারণ তৃতীয় এই শক্তি যা মূলত সাম্প্রদায়িক এবং প্রতিক্রিয়াশীল তার উত্থান কোনোভাবেই দেশের রাজনীতির জন্যে সুখবর নয়। বরং এটা আমাদের অগ্রগতির অন্তরায় হয়ে ওঠবে। বাড়বাড়ন্ত এই শক্তি আরও বেশি শক্তিমান হতে থাকলে প্রগতির চাকা রুদ্ধ হবে, মধ্যযুগীয় বর্বরতার যুগে প্রবেশ করবে বাংলাদেশ। সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে ওঠবে, মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বীর বিশেষত হিন্দুদের জায়গা হবে না বাংলাদেশে। নারী শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, হেজাব-আলখাল্লায় ঢাকা পড়বে নারী স্বাধীনতা।