করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে গণপরিবহনে যাত্রী সংখ্যা সীমিত করার সিদ্ধান্তের পর রাজধানীতে বাস সঙ্কট ও ভাড়া নিয়ে যাত্রীদের ভোগান্তি ও ক্ষোভ চলছে দ্বিতীয় দিনের মত।
বৃহস্পতিবার সকালে অফিসগামী যাত্রীদের রাস্তায় নেমে ভুগতে হয়েছে আগের দিনের মতই। ঢাকা বিমানবন্দর, মহাখালী, কাকরাইল, শাহবাগ, পল্টন, প্রেসক্লাব ও গুলিস্তান এলাকায় বিপুল সংখ্যক যাত্রীকে দীর্ঘ সময় বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। ক্ষুব্ধ যাত্রীরা সকালে ক্ষিলখেতে রাস্তা আটকে বিক্ষোভও করেছেন।
তাদের অভিযোগ সরকারের বিধিনিষেধের সুযোগ নিয়ে পরিবহন মালিক-শ্রমিকরা ‘কৃত্রিম সঙ্কট’ তৈরি করেছে; আদায় করা হচ্ছে ‘দুই থেকে তিনগুণ’ ভাড়া।