কঠোর অবস্থান আর কবে?

জাগো নিউজ ২৪ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ৩০ মার্চ ২০২১, ১০:০৬

দেশের কয়েকটি স্থানে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠনের সমর্থকরা রীতিমতো রণক্ষেত্র বানিয়ে ফেলেছে। তিন দিনের সংঘাত-সংঘর্ষে চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সাংবাদিক, পুলিশসহ আহত হয়েছেন অনেকেই। হেফাজতে ইসলাম এবং কিছু বামপন্থি সংগঠন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে প্রতিবাদের নামে পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ায় দেশে শান্তি বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ২৮ মার্চ হেফাজতে ইসলাম সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়ে এটা প্রমাণ করেছে যে, তারা সহজে নিবৃত্ত না হয়ে পানি আরো ঘোলা করতে চায়। তাদের কোনো বড় লক্ষ্য ও পরিকল্পনা আছে। তাদের পেছনে সরকারবিরোধী অন্য সব রাজনৈতিক শক্তির নেপথ্য মদদের বিষয়টিও আলোচনায় আছে। হেফাজতের কাঁধে বন্দুক রেখে অন্য কেউ ট্রিগার টিপতে চাইছে কিনা, সেটা দেখা দরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us