You have reached your daily news limit

Please log in to continue


অমিত-পওয়ার ‘গোপন বৈঠক’ ঘিরে জল্পনা

মহারাষ্ট্রের জোট সরকারের সঙ্কটের মধ্যে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এনসিপি-র শীর্ষ নেতা শরদ পওয়ারের ‘গোপন বৈঠক’কে ঘিরে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে। মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সরকারের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

শিল্পপতি মুকেশ অম্বানীর বাসভবনের বাইরে রাখা গাড়িতে বিস্ফোরক উদ্ধার এবং সেই ঘটনার সঙ্গে পুলিশকর্তা সচিন ওয়াজ়ের যোগসাজশের অভিযোগ, পরে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি নেতা অনিল দেশমুখের বিরুদ্ধে মুম্বইয়ের প্রাক্তন পুলিশকর্তা পরমবীর সিংহের আনা তোলাবাজির অভিযোগকে ঘিরে বেশ কিছু দিন ধরে মহারাষ্ট্রের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি দেশমুখের ইস্তফা দাবি করলেও এনসিপি তাতে রাজি নয়। মহারাষ্ট্রের জোট সরকারের প্রধান কারিগর পওয়ার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে জানিয়েছেন, ওই অভিযোগ নিয়ে তদন্ত হতে পারে কিন্তু মন্ত্রীর ইস্তফা চেয়ে বিজেপির চাপের সামনে মাথা নোয়ানো চলবে না। এরই মধ্যে দেশমুখকে নিশানা করে শিবসেনা মুখপত্রে প্রকাশিত নিবন্ধ জোট রাজনীতিকে আরও ঘোরালো করে দিয়েছে। কংগ্রেস ও শিবসেনা কিছুটা সময় নিয়ে দেশমুখকে সরানোর পক্ষপাতী। পওয়ার তাতে নারাজ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন