স্বাধীনতা দিবসে ‘মানুষ হত্যা’ ও ‘পুলিশি হামলার’ অভিযোগ এনে বরিশালে বিএনপি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দিয়ে তা পণ্ড করে দিয়েছে পুলিশ। সোমবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সদর রোড টাউনহল-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়।
এসময় পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। পরে বাধার মুখে মিছিল না করতে পেরে সেখানেই কর্মসূচি সমাপ্ত করা হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা।