রাজপথে শতাধিক মানুষের মৃত্যুর পর মিয়ানমার জেনারেলদের পার্টি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২১, ০৯:১৫
মিয়ানমারে গত শনিবার সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে ১০০ এর বেশি মানুষ প্রাণ হারান। ওই ঘটনার পর রাতে পার্টি দেন মিয়ানমারে সামরিক অভুত্থানের নেতা মিন অং হ্লাইং ও তার জেনারেলরা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাতে সেই বিলাসবহুল পার্টির আয়োজন করা হয়। খবর বিবিসির।
এদিকে মিয়ানমারে শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ জানিয়েছে ১২টি দেশের প্রতিরক্ষামন্ত্রী। মিয়ানমারের শনিবার নিরাপত্তা বাহিনী ত্রাসের রাজত্ব করেছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।