‘A special visit begins with a special gesture’ – গতকাল ঢাকায় নেমে ব্যস্ততার মাঝেই এমন এক টুইট করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর দিল্লী থেকে রওয়ানা দেবার আগের টুইটে লেখা হয়, নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে বিস্তারিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন, যার লক্ষ্য ভারতের বন্ধুপ্রতিম প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও এগিয়ে নেওয়া।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী এবার বাংলাদেশ সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। দু’দিনের সফরের প্রথম দিনটায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মানিত অতিথি হিসেবে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেওয়াসহ ছিল বেশ কিছু আনুষ্ঠানিকতা। দ্বিতীয় দিন, অর্থাৎ আজকের দিনের কর্মসূচির রাজনৈতিক গুরুত্ব আছে মোদির দিক থেকে, তথা ভারতীয় রাজনীতির নিরীখে।