ব্রাহ্মণবাড়িয়ায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পরিস্থিতি থমথমে
প্রকাশিত: ২৭ মার্চ ২০২১, ০৮:২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষার্থীদের তাণ্ডবের ঘটনায় যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৬ মার্চ) রাতে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। তিনি গণমাধ্যমকে জানান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরো বেশকিছু সংখ্যক বিজিবি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।