স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা। উৎসাহ আর উদ্দীপনা নিয়ে আমরা উৎসবের আয়োজনে ব্যস্ত। ত্রিশ লাখ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত একটি দেশের জন্য পঞ্চাশ বছর অবশ্যই একটি বড় মাইলফলক। তার মধ্যে যুক্ত হয়েছে দেশটির জন্মদাতার জন্মশতবার্ষিকী। অর্থাৎ, দ্বিগুণ উৎসবের আয়োজন। ওহ, হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, এই একই বছরেই আমরা অর্জন করেছি উন্নয়নশীল দেশের দালিলিক স্বীকৃতিও। জাতি হিসেবে আমরা গর্বিত। ২০৪১ সালে উন্নত দেশের লক্ষ্য নিয়ে আগাচ্ছি আমরা। এই যে এতো এতো অর্জন, তার মাঝেও কি আমাদের বুকে সামান্য হলেও আফসোস নেই? আছে। কী সেই আফসোসের জায়গাটি?