ঢাকার অনেক এলাকায় আজও গ্যাস নেই, কখন ঠিক হবে জানে না তিতাস
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১, ১২:৩৩
রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসিন্দা শারমিন। গতকাল মঙ্গলবার সকাল থেকেই গ্যাস ছিল না তাঁর বাসায়। সন্ধ্যায় চুলায় গ্যাসের চাপ খুব কম ছিল। শারমিন ভেবেছিলেন, আজ বুধবার সকালে গ্যাস সরবরাহ ঠিক হবে। কিন্তু সকালেও গ্যাসের চাপ কম থাকায় তিনি রান্না করতে পারেননি। ফলে শিশুসহ পরিবারের বাকি সদস্যরা ভোগান্তিতে পড়েছেন।
ধানমন্ডি, মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর, মিরপুর ১, গ্রিনরোড, কলাবাগান এলাকায় গতকাল সকাল থেকেই গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। আজ বুধবারও অনেক এলাকায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। রাজধানীর বড় একটি অংশে এখনো গ্যাস নেই। যেটুকু গ্যাস আসছে, তা দিয়ে রান্না করা যাচ্ছে না। তিতাস বলছে, আজও সারা দিন গ্যাস নিয়ে ভোগান্তিতে থাকতে হতে পারে। গ্যাসের সরবরাহ কখন স্বাভাবিক হবে, তা বলা যাচ্ছে না।