মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এদিকে মঙ্গলবার (২৩ মার্চ) বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এখনো আলোচনার জন্য উন্মুক্ত রয়েছে।
বাইডেন প্রশাসনের দু'জন ঊর্ধ্বতন কর্মকর্তা এক ব্রিফিংকলে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার ক্রিয়াকলাপ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত এমন অস্ত্র পরীক্ষা চালিয়েছে।