ভুবনেশ্বর কুমারের ভাগ্যে এমন প্রশংসা সচরাচর জোটে না। সাদা বলে দুই দিকেই সুইং করাতে সিদ্ধহস্ত ভারতীয় পেসার। গতি একটু কম থাকলেও সুইংয়ে নিয়ন্ত্রণ দেখার মতো। পুনেতে আজ ইংলিশ ব্যাটসম্যানদের ভুবনেশ্বর যখন সুইংয়ে নাকানি-চুবানি খাওয়াচ্ছিলেন, মাইকেল ভনের টুইট, ‘ভুবনেশ্বর কুমার আজ যে দক্ষতা দেখিয়েছেন, সাদা বলে সিম বোলার হিসেবে সেই বিশ্বসেরা।’
কিন্তু সিরিজের প্রথম ওয়ানডের চুম্বক-কথায় ভুবনেশ্বর থাকবেন না। আগে ব্যাট করে ৫ উইকেটে ৩১৭ রান তুলেছিল ভারত। তাড়া করতে নেমে ১৪.১ ওভারে ১৩৫ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। এরপর আশ্চর্য পতন!