দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের আবহাওয়া এখন পর্যটক আকর্ষণের অন্যতম অনুষঙ্গ। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই জেলার আবহাওয়া পর্যটকদের কাছে দিন দিন উপভোগ্য হয়ে উঠছে। ষড়্ঋতুর এই দেশে পঞ্চগড়ের ভৌগোলিক অবস্থানের কারণে বছরের অর্ধেক সময়ই অনুভূত হয় শীত। গরমের মৌসুমেও এই জেলার তাপমাত্রা থাকে অনেকটা সহনীয় পর্যায়ে।
আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলে জানা যায়, পঞ্চগড় জেলার আবহাওয়ার সঙ্গে কিছুটা মিল রয়েছে ভারতের দার্জিলিংয়ের আবহাওয়ার। শীত মৌসুমে দেশের বেশির ভাগ সময় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে জেলার তেঁতুলিয়ায়।