করোনার টিকায় কোনো মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নেই। কোনো কোম্পানি যদি এই টিকা আমদানি করে, তাহলে ভ্যাট দিতে হবে না। আবার কেউ যদি টিকা আমদানি করে সরবরাহ করে থাকে, সরবরাহ পর্যায়ে ভ্যাট দিতে হবে না। আবার কোনো কোম্পানি যদি টিকা উৎপাদনও করে, তাহলেও ভ্যাট দিতে হবে না।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করোনার টিকায় ভ্যাট মওকুফ করেছে। জনস্বার্থে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ জীবন রক্ষাকারী ওষুধের ওপর এমনিতেই কোনো কর নেই। তবে টিকার বিষয়টি এখন প্রজ্ঞাপন দিয়ে পরিষ্কার করা হলো। এর আগে গত জুন মাসে করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী, যেমন মাস্ক, পিপিই, স্যানিটাইজারসহ বিভিন্ন ব্যক্তিগত সামগ্রীর ওপর ভ্যাট অব্যাহতি দিয়েছিল এনবিআর।