You have reached your daily news limit

Please log in to continue


মনে আসে বিপাশা আর সৃষ্টির মুখ

নোয়াগাঁও বলে একটা গ্রামে হিন্দুদের ওপর হামলা হয়েছে। সুনামগঞ্জ থেকে সহকর্মী পঙ্কজ দে যখন এ খবর জানালেন, তখন পর্যন্ত তিনি নিজেও ওই গ্রামটিতে পৌঁছাননি। এটা ১৭ মার্চের সকালবেলার কথা। পঙ্কজ জানালেন, খবর পেয়েছেন অন্তত শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত ওই গ্রামে প্রায় ১০০ বাড়িঘর লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। এমন খবরে প্রথমেই কারা হামলা করেছে, সে প্রশ্ন মনে আসে। আরও খুঁটিনাটি জানতে চাওয়া সংবাদকর্মীর জন্য স্বাভাবিক। আমিও তাই করি। তবে একই সঙ্গে আমার মনে আসে বিপাশা আর সৃষ্টির মুখ। চোখে ভাসে শেফালীর শূন্য ভিটে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন