আইপিএলের জন্য সাকিব আল হাসানের ছুটি চাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে বিভিন্ন মাধ্যমে। সমালোচনা করেছেন স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্তারা। সাকিব টেস্ট খেলতে চান না—এমনটাও বলা হয়েছিল।
তবে এসব সমালোচনা নিয়ে এতদিন কোনো কথা বলেননি সাকিব। অবশেষে এবার মুখ খুললেন বিশ্বসেরা অলরাউন্ডার। জানালেন, বিসিবিকে পাঠানো চিঠিতে টেস্ট খেলতে চান না এমন কোনো কথাই তিনি বলেননি। শুধু বিশ্বকাপের প্রস্তুতির কথা ব্যাখ্যা করে আইপিএলে যাওয়ার ইচ্ছা জানিয়েছিলেন তিনি।
গতকাল শনিবার রাতে একটি সংবাদমাধ্যমের ফেসবুক লাইভে এসে সেই চিঠি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সাকিব, ‘চারদিকে শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যাঁরাই বলছেন যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তাঁরা আমার চিঠিটা পড়েননি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি- আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। আমি এটুকুই বলেছি শুধু।’