সারাদেশের মানুষ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসবে মাতোয়ারা তখন সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের চোখে জল। সেখানকার একটি হিন্দু অধ্যুষিত গ্রামে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে কয়েক হাজার মানুষ। হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে এক হিন্দু ব্যক্তির স্ট্যাটাস দেয়ার জের ধরে কয়েক হাজার সহিংস মানুষ বুধবার সকালে নোয়াগাঁও গ্রামে হামলা চালায়। এ সময় গ্রামটির চার থেকে পাঁচশ ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট চালিয়েছে হামলাকারীরা।
বছরটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর, বছরটি বঙ্গবন্ধুর জন্মশত বর্ষ হিসেবে উদযাপিত হচ্ছে। বাংলাদেশ মাত্র কিছুদিন আগে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা করার জন্য জাতিসংঘের সুপারিশও পেয়েছে। গত ১২ বছরে দেশে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ‘উন্নয়ন’। কিন্তু অন্ধকারের শক্তির এমন আস্ফালনের পর নব প্রজন্মের কাছে প্রশ্ন দাঁড়ায় - স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অর্থ তাহলে কী?