সিসিডিবি : বঙ্গবন্ধু সরকারের উন্নয়ন সেবাকেন্দ্র

জাগো নিউজ ২৪ সমীরণ বিশ্বাস প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ১০:০৬

১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু সরকারের উন্নয়ন পরিকল্পনার উল্লেখযোগ্য দিক ছিল, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন এবং ত্রাণ কার্যক্রম। অন্যদিকে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য ছিল: ১. দারিদ্র্য দূরীকরণ, ২. কর্মসংস্থানের সুযোগ তৈরি, ৩. মৌলিক চাহিদা পূরণ এবং ৪. কৃষি উন্নয়ন। কিন্তু ১৯৭১-পরবর্তী বাস্তবতা ছিল নির্মম। সেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের চিত্র রয়েছে ‘বঙ্গবন্ধু কোষ’ গ্রন্থে। মুক্তিযুদ্ধের নয় মাসে (২৫.০৩.৭১-১৬.১২.৭১) দখলদার পাকিস্তান বাহিনীর জ্বালাও-পোড়াও নীতির ফলে বাংলাদেশ এক বিধ্বস্ত ভূখণ্ডে পরিণত হয়েছিল।

এর প্রশাসনিক ও অর্থনৈতিক অবকাঠামো বিপর্যস্ত হয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধের নয় মাস বাংলাদেশের স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কল-কারখানা, ব্যাংক, ডাক বিভাগ ইত্যাদি কার্যত ছিল বন্ধ। কালভার্ট-ব্রিজ-সেতু ধ্বংসপ্রাপ্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত হয়েছিল। মাইন পোঁতার কারণে নৌবন্দরগুলো ছিল অচল। খাদ্যগুদাম, সেচ-পাম্প, হাট-বাজার ইত্যাদি সবকিছুই প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us