You have reached your daily news limit

Please log in to continue


রাশেদ কার ওপর অভিমান করবে?

রাশেদের বড্ড অভিমান হয়েছে। 'কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।' গত ৫০ বছর ধরে এমনি কথা না রাখার কালচারে দেশটা কেমন যেন হয়ে যাচ্ছে! থেকে থেকে সবার ওপর কেমন এক অভিমান পেয়ে বসে রাশেদের। এই যে সেদিন এক সেমিনারে মনোজ বসুর লেখা 'নিশিকুটুম্ব'তে লেখক বলছেন :'এক যুবতী সুন্দরী রমণী বিছানায় পা ছড়িয়ে ঘুমাচ্ছে, গলায় পাঁচ ভরি ওজনের সোনার জড়োয়া হার। এখন চোর যদি শুধু গহনা নিয়ে পালায়, তাহলে সে তার কর্তব্য পালন করছে। ঠিক আছে। কিন্তু জোয়ান চোর যদি আদি রসের দিকে ধাবিত হয় তাহলে সে তার ধর্মচ্যুত হচ্ছে।' ব্যস, মৌচাকে যেন ঢিল পড়ল। 'নিশিকুটুম্ব' গল্পের মূল প্রতিপাদ্য না বুঝেই সবাই চেঁচিয়ে উঠল- 'আমাগোরে রাশেদ চুর কইছে! হালারে মাইর। কী জ্বলারে বাবা! কী কথার কী মানে করল! শেষে পাবলিকলি ক্ষমা চেয়ে নিস্তার। এই গণ্ডমূর্খদের ওপর রাশেদের বড় অভিমান হয়।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন