ড্যানিয়েল ভেটোরির স্পিনার পরিচয়টাই সবচেয়ে বড়। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার তিনি। তবে ব্যাট হাতে তার দক্ষতাও কম ছিল না। বাংলাদেশও সেটা খুব ভালো করেই জানে। কম তো ভুগতে হয়নি তার ব্যাটিংয়ে! এখন তিনি বাংলাদশের স্পিন বোলিং কোচ, তবে ব্যাটিং নিয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতাও দল কাজে লাগাচ্ছে বলে জানালেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
বাঁহাতি স্পিনে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৫ উইকেট শিকারের পাশাপাশি ভেটোরি রান করেছেন প্রায় ৭ হাজার। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার সেঞ্চুরি ৬টি, ফিফটি ২৭টি। ৮ নম্বরে নেমে তার চেয়ে বেশি রান ও সেঞ্চুরি করতে পারেননি টেস্ট ইতিহাসে কেউ।