দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে রোগীর বিছানা আছে ১০টি। সেই ১০টি বিছানার বিপরীতে আজ বুধবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি আছে ৪৪ জন। শুধু জেনারেল হাসপাতালই নয়, সিভিল সার্জন জানান, জেলার মোট ১২টি স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি আছে। এ ছাড়া আজ পর্যন্ত বহির্বিভাগে ডায়রিয়ার সমস্যায় চিকিৎসাসেবা গ্রহণ করেছে ৬ শতাধিক রোগী।
আজ দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতলের ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখা যায়, হাসপাতালে পর্যাপ্ত বিছানা না থাকায় করিডোরে রোগীদের ভিড়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই শিশু। অন্যান্য সময়ে ডায়রিয়া রোগী গড়ে ৮-১০ জন ভর্তি থাকলেও ১ মার্চ থেকে রোগী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে গড়ে ৪০ জনেরও অধিক।