১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশমাতাকে রক্ষা করেন বীর বাঙালিরা। বঙ্গবন্ধুর জন্মদিনকে ঘিরেই বাংলাদেশে যথাযথ মর্যাদায় প্রতিবছর ‘জাতীয় শিশু দিবস’ পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। শিশুরাও বঙ্গবন্ধুকে খুব সহজে আপন করে নিতো।
সেই অবিসংবাদিত নেতা সম্পর্কে অনুভূতি জানিয়েছে বর্তমান প্রজন্মের শিশুরা। স্কুলপড়ুয়া শিশুদের সঙ্গে কথা বলে লিখেছেন সাজেদুর আবেদীন শান্ত— নুজহাত জান্নাত ইরার মতে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।