You have reached your daily news limit

Please log in to continue


হজে যেতে হলে করোনার টিকা নিতে হবে

এ বছর পবিত্র হজে অংশ নিতে করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে হবে। টিকার প্রথম ডোজ মার্চে এবং দ্বিতীয় ডোজ মে মাসে নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের পবিত্র হজে অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের করোনাভাইরাসের টিকা গ্রহণ করতে হবে। হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিচে ৪ হাজার ৮৩৩ জন, ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫ হাজার ৮৭৩ জনসহ মোট ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা নিতে হবে। টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্মতারিখ, বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মুঠোফোন নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন