শাহ আছেন, নেই শাহী জনতা

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১৫:০৮

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা অমিত শাহের সভায় লোক হয়নি। যা নিয়ে রাজ্যের নেতাদের সঙ্গে রাতভর বৈঠক করেছেন শাহ। এমন যে হতে পারে, মাসকয়েক আগেও ভাবা যায়নি। যে ঝাড়গ্রাম লোকসভা ভোটে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল, সেই ঝাড়গ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় লোকই হলো না। সার্কাস ময়দানের অবস্থা দেখে সভা বাতিল করতে হলো। যদিও বিজেপির বক্তব্য, শাহের হেলিকপ্টার খারাপ হওয়ার জন্যই সেখানে যেতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

কিছুদিন আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও ঝাড়গ্রামে সভা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সভাতেও লোক হয়নি। শেষমুহূর্তে সভা বাতিল করতে হয়েছিল। ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী এবং সাবেক জেলা সভাপতি সুখময় শতপথি ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, পরিবর্তন যাত্রা চলছিল বলে, মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিলেন। সে কারণে ময়দানে লোক বেশি হয়নি। কিন্তু সোমবারের ঘটনার কী ব্যাখ্যা দেবেন তিনি?
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us